যুবলীগ নেতার তিন ট্রলিতে অগ্নিসংযোগ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ২০:১৫

সড়কের পাশে পুকুর থেকে বালু উত্তোলনের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউপির যুবলীগ সভাপতি মামুন শিকদারের তিনটি বালুবাহী ট্রাক্টর লাগানো ট্রলি আগুনে পুড়িয়ে দিয়েছে জনতা।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গী সড়কে।

পরে অভিযানে চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বালু কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর (বেকু) মেশিন জব্দ করে ও বালু টানার দায়ে চারজন চালককে আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রকিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটক চালকরা হলেন- জয় শেখ, অহিদ শেখ, জাহিদ শেখ ও জাহিদ হাওলাদার।

উপজেলা নিবাহী কর্মকর্তা রকিবুর রহমান জানান, বালু ব্যবস্থাপনা আইনে জনবিরোধী কার্যকলাপের দায়ে বালিয়াডাঙ্গি সড়কের পাশ থেকে অসাধু বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে রাস্তার ক্ষতি করছিল। তাই এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা হবে।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :