বিরামপুরে আইসোলেশনে থাকা দুজনের শরীরে করোনাভাইরাস নেই

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:২২ | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ২১:০৮

জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা শিশুসহ দু’জনের শরীরে করোনাভাইরাস নেই। বুধবার দুপুরে সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বরাত দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত মঙ্গলবার বিকালে আইইডিসিআর’র পাঠানো প্রতিবেদনের মাধ্যমে তাদের শরীরে করোনাভাইরাস নেই বলে জানা গেছে। বুধবার দুপুরে আইসোলেশন থেকে করোনামুক্ত ঘোষণা করে তাদের ছুটি দেয়া হয়েছে।

তিনি আরো জানান, গত ২৩ মার্চ আট বছরের এক শিশু হঠাৎ জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এলে এবং ২৪ মার্চ দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টের একই সমস্যা দেখা দিলে করোনা আক্রান্ত সন্দেহে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়। ২৪ মার্চ তাদের শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়।

ঢাকাটাইমস/০১এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :