ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে বিসিবির অভিনব উদ্যোগ

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ২১:৫০ | আপডেট: ০১ এপ্রিল ২০২০, ২১:৫৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনাভাইরাস আতঙ্কে এখন থমকে আছে বিশ্ব, থেমে আছে জনজীবন। এখন করোনা মোকাবেলায় যারা দায়িত্ব পালন করছেন তারা ছাড়া বাকিদের ঘরে বসেই দিন কাটাতে হচ্ছে। অন্যান্য অনেক কিছুর মতো এখন ক্রীড়াঙ্গনও থেমে আছে।

ঘরোয়া, আন্তর্জাতিক কোনো ধরনের ক্রিকেট না থাকায় বাংলাদেশের ক্রিকেটাররা এখন ঘরে বসেই সময় পার করছেন। কেউ এই সময়টাতে বিশ্রাম নিচ্ছেন, পরিবারকে সময় দিচ্ছেন। আবার কেউ নিজ উদ্যোগে ফিটনেস ঠিক রাখার জন্য অনুশীলন করছেন।

তবে, সব ক্রিকেটারেরই যেন ফিটনেস ঠিক থাকে সেজন্য অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ফিজিও নিক লি ঘরে বসেও যেন ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ঠিক রাখতে পারে, সে জন্য একটি গাইডলাইন তৈরি করে দিয়েছেন। বিসিবির পক্ষ থেকে সেই গাইডলাইন সরবরাহ করা হয়েছে প্রত্যেক পর্যায়ের ক্রিকেটারদেরকে। বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যখন ক্রিকেট শুরু হবে তখন যেন ক্রিকেটারদের ফিটনেসে কোনো ধরনের ঘাটতি না থাকে, ক্রিকেটাররা যেন অল্প সময়ের মধ্যেই ক্রিকেট খেলতে মাঠে নেমে যেতে পারেন সেজন্যই বিসিবি এই উদ্যোগ নিয়েছে।

একজন ক্রিকেটার কীভাবে দিন পার করবেন, কী ধরনের অনুশীলন চালিয়ে যাবে সব নির্দেশনাই দিয়ে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১ এপ্রিল/এসইউএল)