নর্থ সাইপ্রাসে বাংলাদেশিদের পাশে প্রবাসী কল্যাণ সংসদ

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ২২:৩৪

মাহাফুজুল হক, সাইপ্রাস থেকে

ইউরোপ জুড়ে করোনাভাইরাস মহামারী রূপ ধারণ করেছে। সেই সঙ্গে নর্থ সাইপ্রাসেও এই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মহামারি সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর ফলে বন্ধ হয়ে পড়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। যার ফলে অনেক প্রবাসী বাংলাদেশি চাকরি হারিয়েছেন। তাই এমন দুর্যোগ সময়ে বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে সাইপ্রাস প্রবাসী বাংলাদেশিদের সংগঠন প্রবাসী কল্যাণ সংসদ।

প্রবাসী কল্যাণ সংসদের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন ভুঁইয়া জানান, আগামি ২ এপ্রিল থেকে অসহায় বাংলাদেশিদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। খাদ্যসামগ্রী নেয়ার জন্য সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি কল্যাণ সংসদের নিন্মোক্ত সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া- 88767750

মোঃ ওবায়দুল হক- 28745008

মোঃফয়সাল মিয়া- 88277277

নয়ন ভূঁইয়া-  28837314

জাহাঙ্গীর আলম - 28868034

সৌরভ ইসলাম - 88467974      

কোরবান আলী - 88746361

মোঃ আলী হায়দার- 38218067

এএমএম রানা- 28529717

(ঢাকাটাইমস/১এপ্রিল/কেএম)