পর্তুগালের লিসবন প্রবাসীদের পাশে কল্যাণ ট্রাস্ট

রনি মোহাম্মদ (লিসবন, পর্তুগাল)
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ২৩:২৬

করোনাভাইরাস মহামারীতে ইউরোপের বিভিন্ন দেশে জরুরি অবস্থা বিরাজ করছে। এতে বিপাকে পড়েছে ইউরোপের দেশ পর্তুগালের বাংলাদেশি অভিবাসীসহ বিভিন্ন দেশের অভিবাসী প্রাথী। সহজ শর্তে অভিবাসনের আশায় গত কয়েক মাসে প্রচুরসংখ্যক বাংলাদেশি পর্তুগালের বিভিন্ন শহরে বসবাস করছেন। বর্তমান পরিস্থিতিতে কর্মবিহীন মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। জরুরি অবস্থায় অনেকের খাবার, বাসাবাড়াসহ আর্থিক সংকটে পড়েছেন অনেক প্রবাসী। এমন পরিস্থিতিতে লিসবনে বাংলাদেশ কমিউনিটির এই দুর্যোগকালীন মুহূর্তে এগিয়ে এসেছেন কিছু তরুণ ও প্রবীণ প্রবাসী ব্যক্তিবর্গ; গড়ে তুলেছেন ‘লিসবন প্রবাসী কল্যাণ ট্রাস্ট’।

ট্রাস্টটি মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টায় প্রায় ১০০ জন প্রবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা করেছে এবং সপ্তাহের প্রতি মঙ্গলবার এই সহযোগিতা চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের পক্ষ থেকে। সবার জন্য এক সপ্তাহের চাহিদা বিবেচনায় (পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, পেয়াজ তিন কেজি, এক লিটার তেল, এক কেজি ডাল, দুধ ও মুরি দেয়া হয়)। কমিউনিটি ব্যক্তিত্ব জহিরুল আলম জসিমকে প্রধান সমন্বয়ক করে ১৫ সদস্যের স্বেচ্ছাসেবকদের নিয়ে গড়ে উঠেছে এই ট্রাস্ট।

ট্রেজারার হিসেবে আছেন মহিন উদ্দিন ও আব্দুল ওয়াহিদ চৌধুরী, জনসংযোগের দায়িত্ব পালন করছেন তানভীর আলম (জনি) ও জাকির হোসাইন। এতে সমন্বয়ক হিসেবে কাজ করছেন আফজাল হোসেন, ইউসুফ তালুকদার, ইমরান হোসেন ভুঁইয়া, বশির আহমেদ প্রমুখ।

ট্রাস্ট্রের কার্যক্রম সম্পর্কে প্রধান সমন্বয়ক জহিরুল আলম জসিম বলেন, ‘এই দুর্যোগ মুহূর্তে যে প্রবাসী ভাই ও বোনেরা খাদ্য সংকটে আছেন তাদেরকে সহায়তার উদ্দেশ্যে এই ট্রাস্ট গঠন করা হয়েছে। ট্রাস্টের সদস্যদের মিলিত প্রচেষ্টায় সাধ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাব। সেই সঙ্গে লিসবনের বিত্তবানদের অনুরোধ করব তারা যেন তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে এগিয়ে আসেন। পুরো পৃথিবী নভেল করোনাভাইরাসে আজ কার্যত বিপর্যস্ত। তার মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইউরোপ মহাদেশ। ইতালি, স্পেন, জার্মান, ফ্রান্স তৈরি হয়েছে মৃত্যুপুরীতে। এই কঠিন পরিস্থিতিতে ইউরোপের অভিবাসনবান্ধব দেশ পর্তুগালেও আতঙ্ক বিরাজ করছে।

(ঢাকাটাইমস/১এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :