আসুন, মানু‌ষের কথা ভা‌বি

শেখ মামুনুর রশীদ
| আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৯:৪৪ | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ০৯:২১
শেখ মামুনুর রশীদ

সবাই ব‌লি। কথায় কথায় ব‌লি। দা‌বিও ক‌রি। আমরা মানুষ। আমরা স্বভাবতই মানুষ‌কে নি‌য়ে বে‌শি ভা‌বি। ‌দিন শে‌ষে মানুষ আন‌লেই একা। তবুও একলা মানুষ বাঁচ‌তে পা‌রেনা। একলা মানুষ থাক‌তে পারেনা। মানুষ তখনই একা থা‌কে, যখন সে নিঃসঙ্গ থা‌কে। দুঃখ, কষ্ট আর হতাশায় ভো‌গে। দিন শে‌ষে সব ভূ‌লে মানুষই আবার মানু‌ষের মোহনায় মে‌লে।

প্রথম ও ‌দ্বিতীয় বিশ্ব যু‌দ্ধের পর এবারই মানুষ পু‌রোপু‌রি একা হ‌য়ে গে‌ছে। থে‌মে গে‌ছে প্রা‌ণের আড্ডা। জাগ‌তিক নিয়‌মের সবরকম কলা‌কৌশল থম‌কে গে‌ছে। থম‌কে আছে- ক‌রোনা না‌মের এক মহার‌ণের ধাক্কায়। আগে মানুষ ঘ‌রে আশ্রয় নি‌তো গু‌লির হাত থে‌কে, বোমার আঘাত থে‌কে জীবন বাঁচা‌তে। এখন গু‌লির শব্দ নেই। বোমার গর্জণ নেই। তবুও মানুষ ঘ‌রে- ক‌রোনার ভ‌য়ে।

পু‌রো পৃ‌থিবী থম‌কে আছে। পৃ‌থিবীর মানুষ থম‌কে গে‌ছে। সচল পা অচল মুদ্রার ম‌তো আট‌কে আছে শঙ্কায়, মূল্যহীন ভা‌বে। এখন সব‌চে‌য়ে বড় মূল্যবান ‌সেই জীনিই। মানুষ নতুন ক‌রে তা আবার শিখ‌তে-ভাব‌তে শুরু ক‌রে‌ছে। সাগর, নদী, পাহাড়- সব শক্তির কা‌ছে মানুষ আজ পরা‌জিত। মানুষ আজ বড্ড বে‌শি অসহায় প্রকৃ‌তির নির্মমতার কা‌ছে।

অথচ এই মানুষই, যারা কিছু‌দিন আগেও রোবট বা‌নি‌য়ে উল্লাস করে‌ছে। নতুন নতুন আবিস্কা‌রে পুল‌কিত হ‌য়ে‌ছে। সৃ‌ষ্টি, ধ্বংস ও বি‌নির্মা‌নে সুখী হ‌য়ে‌ছে। আহ্লা‌দিত হ‌য়ে‌ছে। বড়াই করে‌ছে দ‌ম্ভের সঙ্গে। ক‌রোনা তা‌দের অসহায়‌ত্বের ফাঁক ফোঁকড় পু‌রোপু‌রি উন্মোচন ক‌রে দি‌য়ে‌ছে।

আজ চা‌রি‌দি‌কে মৃ‌তের সা‌রি, অসহায় মানু‌ষের দীর্ঘ লাইন। চাপা কান্না, উ‌দ্বেগ, উৎকন্ঠা। ঘ‌রে ঘ‌রে আজ বেঁচে থাকার করুণ আর্তি।

ক‌রোনা- নয়া এক রসায়‌নের শিক্ষা দি‌য়ে যাচ্ছে। চিকিৎসা নেই। ওষুধ নেই। হাসপাতা‌লে ঠাই নেই। খাবার নেই। মৃত্যুর পর সৎকার নেই। আপনজন পা‌শে রেই। পু‌রো পৃ‌থিবী এখন ভূতু‌ড়ে পল্লী। পুরো পৃ‌থিবী জু‌ড়ে কেবল হাহাকার। যার আছে সব- হাহাকার তারও। যার ভান্ডার শূণ্য- হাহাকার তারও।

এই প্রথম লড়াই হচ্ছে ক‌রোরা না‌মের এক ভয়ার্ত জীবানুর বিরুদ্ধে ধনী-গরীব এক স‌ঙ্গে। এই প্রথম জীবনু অ‌স্ত্রের জন্মদাতারাও ‌হিম‌শিম খা‌চ্ছে। এই প্রথম তেল, গ্যাস লুটেরা, ধর্ম ব্যবসায়‌ী, ব‌নিক শ্রেণী নেমে এ‌সে‌ছে এক কাতা‌রে। গাজা থে‌কে সু‌য়েজ খাল, সোমা‌লিয়া থে‌কে আমে‌রিকা, সবখা‌নে জীব‌নের রং মা‌নে কেবলই ভয়ার্ত মুখ।

তবুও শে‌ষ হা‌সি হাস‌বে মানুষই। ঘু‌রে দাঁড়া‌বে আবার মানুষই। পৃ‌থিবী‌কে নয়া রূ‌পে সাজা‌বে আবার মানুষই। নতু‌নের জ‌য়োগান গাই‌বে আবার মানুষই। এটাই মানু‌ষের শক্তি।

‌কিন্তু এবার এমন মানুষ চাই, যারা মানু‌ষের কথা ভাব‌বে। ধ্বংসস্তু‌পের মাঝ দি‌য়ে গড়ে ওঠা নয়া জীব‌নের পাঠশালায় এমন মানুষ চাই, যারা মানু‌ষের কথা ভাব‌বে। যুদ্ধ বন্ধ হবে। দেশ দখল বন্ধ হবে। কেউ ঘর-বা‌ড়ি হারা হ‌বেনা। শরনার্থীর তা‌লিকায় নাম লেখা‌বেনা। স‌মুদ্র তী‌রে প‌রে থাক‌বেনা শিশুর মৃত‌দেহ। মারনা‌স্ত্রের খেলা বন্ধ হ‌ব। মানু‌ষের কল্যা‌ণে সব পথ মিল‌বে এক মোহনায়।

আসুন; অন্তত এ যাত্রায় উৎ‌ড়ে গে‌লে, এবা‌রের ক্ষত সে‌রে গে‌লে, মানু‌ষের কথা বলি। মানু‌ষের কথাই ভা‌বি।

লেখক: সি‌নিয়র সাংবা‌দিক

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :