৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ০৯:৩৪

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে বাজারে আসছে নতুন নতুন ফোন। এসব ফোনের ফিচারও নজরকাড়া। এই তালিকায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ জিবি র‌্যামের অনর ৩০এস। সম্প্রতি লঞ্চ করেছে এই ফোন।

অনর ৩০ এস মডেলের ফোনটি চলবে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৬.৫ ইঞ্চির বড় ডিসপ্লে। ফোনের ভেতরে আছে করিনি ৮২০ মডেলের চিপসেট।

৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ফোনটি পাওয়া যাচ্ছে।

ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। সঙ্গে আছে ৪০ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট।

(ঢাকাটাইমস/২এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা