দানের ছবি তুলে ভাইরাল হতে চান না শাকিবা

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১১:৩২

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে অনেক চলচ্চিত্র তারকারাও এগিয়ে আসছেন। তারা তাদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন এবং সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার জন্য আহ্বানও জানাচ্ছেন। কিন্তু সহযোগিতা করে সে ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভাইরাল হওয়ার পক্ষে নন চলচ্চিত্রের উঠতি নায়িকা শাকিবা।

এই অভিনেত্রী বলেন, ‘আমার সামর্থ্য অনুসারে যতদূর সম্ভব আমার পরিচিতদের সহায়তা দেয়ার চেষ্টা করছি। যারা বর্তমানে অসহায় জীবনযাপন করছেন। কিন্তু সেসবের ছবি তুলে ফেসবুকে দিয়ে আমি ভাইরাল হতে চাই না। কারণ, এতে যাদের সহযোগিতা করা হচ্ছে তাদের ছোট করা হয়।’

বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এবং তারকাদের ব্যক্তিগত উদ্যোগে নানা ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। তাতে বেশি প্রাধান্য পাচ্ছে সাহায্যদাতার ছবি। ফেসবুক ছয়লাপ হয়ে যাচ্ছে সে সব ছবিতে।

এর সঙ্গে দ্বিমত পোষণ করে শাকিবা বলেন, ‘ধর্ম অনুসারেই দানের কথা জানান দেয়া ঠিক নয়। যে মানুষটি দান গ্রহণ করছেন, তিনি কর্মহীন বলেইতো দান গ্রহণ করছেন। অসচ্ছল, দিনমজুর, ছিন্নমূল মানুষরাইতো দান নিচ্ছেন। তার ছবিটি ছেপে দিয়ে তাকে বিব্রত করা হবে কেন?’

নায়িকা বলেন, ‘বিশেষ করে চলচ্চিত্রশিল্পে দৈনিকভিত্তিতে যারা কাজ করতেন, তারা সাময়িক অসুবিধায় পড়েছেন। আমরা যারা সচ্ছল আছি, তারা ওদের সহযোগিতা করছি। এই সহযোগিতার ছবি তুলে ভাইরাল করার মধ্যে কোনো মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না।’

ঢাকাটাইমস/০২এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :