সস্ত্রীক করোনায় আক্রান্ত ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ১২:১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
ইয়াকভের সঙ্গে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী কোয়ারেন্টাইনে যাওয়ার পর এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়াকভ লিটজম্যান ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে বুধবার দিনশেষে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আনাদুলু এজেন্সির।

ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে,  ৭১ বছর বয়সি ইয়াকভ ও তার স্ত্রীর করোনা পজেটিভ। তারা এখন স্থিতিশীল রয়েছেন এবং আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়া শুরু করেছেন।

আইসোলেশনের সময়ে বাড়িতে বসেই নিজের দপ্তরের কাজ করবেন ইসরায়েল সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ এই মন্ত্রী।

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হন। উপদেষ্টার করোনায় আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুও কোয়ারেন্টাইনে রয়েছেন।

এখন পর্যন্ত ইসরায়েলে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০৯২ জন এবং নিহত হয়েছেন ২৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৪১ জন।

ঢাকা টাইমস/০২এপ্রিল/একে