লকডাউনে কাহিল ক্যান্সার আক্রান্ত নাফিসা

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ১৩:৩০

বিনোদন ডেস্ক

করোনা সংক্রমণের জেরে গোটা ভারত জুড়ে চলছে লকডাউন। যার ফলে দেশটির বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন মানুষ। এতে সব শ্রেণির মানুষকেই বেজা অসুবিধা মোকাবিলা করতে হচ্ছে। সেই অসুবিধার শিকার হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী নাফিসা আলিও। কয়েকদিন ধরে শুধুমাত্র শুকনো খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের।

৬৩ বছর বয়সী নাফিসা জানান, তিনি একজন ক্যান্সারের রোগী। ফলে ঠিক সময় তার খাবার যেমন জরুরি, তেমনি জরুরি ওষুধ।  অথচ, লকডাউনের জেরে খাবার থেকে ওষুধ কিছুই পাচ্ছেন না তিনি। ঘরে সবজি, ফল কিছুই নেই। ফলে শুকনো খাবার যেটুকু মজুদ ছিল, তা খেয়েই তাদের দিন কাটছে।

পাশপাশি অভিনেত্রী আরও জানান, ক্যান্সারের রোগী হওয়ায় সব সময় তার ওষুধ প্রয়োজন। কিন্তু স্থানীয় সব ওষুধের দোকান বন্ধ।  ওষুধ পাওয়া যাচ্ছে না।  কোনও কুরিয়ার সার্ভিসও কাজ করছে না যে, সেখান থেকে তিনি ওষুধ জোগাড় করবেন।  ফলে ওষুধ না খেয়েই তার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে বলে জানান নাফিসা।

ঢাকাটাইমস/০২এপ্রিল/এএইচ