অসহায়দের খাদ্য-সামগ্রী দিতে ডিএসসিসির হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১৬:২১

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ঘোষিত সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা দিতে হটলাইন সেবা চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। লোক লজ্জার ভয়ে যারা সাহায্য চান না তাদের জন্য এ সেবা স্বস্তিদায়ক হবে। হট লাইনে কেউ কল দিলে তথ্য সংগ্রহ করে বাড়িতে খাদ্য-সামগ্রী পৌঁছে দেবেন ডিএসসিসির কর্মকর্তারা।

ডিএসসিসি জানায়, গত ২৮ মার্চ করোনা পরিস্থিতিতে ৫০ হাজার মানুষকে খাওয়ানোর ঘোষণা দিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। আর এ ঘোষণার পর ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে কর্মহীন, হত-দরিদ্রের তালিকা করে খাদ্য-সামগ্রী সহায়তা কার্যক্রম শুরু করে সংস্থাটি। কিন্তু তালিকায় থাকা মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণে যাতে কেউ বাদ না পড়ে এবং তালিকায় নাম আসেনি কিংবা যারা লোক-লজ্জায় সরাসরি সহায়তা নিতে চান না তাদের কথা ভেবে হটলাইন চালু করেছে ডিএসসিসি।

ডিএসসিসি এলাকার অসহায়দের কেউ খাদ্য-সামগ্রীর সহায়তা পেতে চাইলে ০১৭০৯-৯০০৭০৩ ও ০১৭০৯-৯০০৭০৪ এ দুটি নাম্বার যোগাযোগের জন্য আহ্বান করেছে নগর কর্তৃপক্ষ।

এ বিষয়ে হটলাইন সেল পরিচালনাকারী ও ডিএসসিসির সিস্টেম অ্যানালিস্ট আবু তৈয়ব রোকন বলেন, ‘মেয়র স্যারের নির্দেশে হটলাইন সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে আমরা ইতোমধ্যে ৩৬৯ জনকে খাদ্য-সামগ্রী পৌঁছে দিয়েছি তাদের বাসায়।‘

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘মানবিক কারণে আমরা মানুষের পাশে খাদ্য-সামগ্রীর সহায়তা নিয়ে দাঁড়াতে উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে ইতোমধ্যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও আঞ্চলিক কর্মকর্তাদের সমন্বয়ে সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। কিন্তু এসবের মাঝেও যদি কেউ সহায়তা থেকে বাদ পড়ে বা কেউ তালিকায় নাম লেখায় নি লোক লজ্জার ভয়ে কিংবা কোনো না কোনো ভাবে তালিকায় নাম আসে নি, কিন্তু তার সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের কথা ভেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে।‘

উত্তর সিটির বাসিন্দারা দক্ষিণে খাদ্য সহায়তা চাইলে সেটি আঞ্চলিক সমন্বয়ের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। বলেন, ‘অবশ্যই মানবিক কারণে তিনিও সহায়তা পাবেন। তবে সেটি হয়তো আমরা করবো কিংবা ওই অঞ্চলে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে। কারণ সেখানেও মেয়র আতিক সাহেব সহায়তা দিচ্ছেন। তাই আমি মনে করি এমন দুর্যোগকালে শুধু আমরা নয়, সকল বিত্তবানরাও এগিয়ে আসবে এ প্রত্যাশা।‘

ঢাকাটাইমস/০২এপ্রিল/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

এই বিভাগের সব খবর

শিরোনাম :