গোপালগঞ্জে সামাজিক দূরত্ব না মানায় সাত যুবককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১৬:২৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক দূরত্ব বজায় না রাখায় সাত যুবককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তাদের প্রত্যেককে ২০০০ টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

এর আগে দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

জরিমানাপ্রাপ্তরা হলেন- একই উপজেলার বরাশুর আদর্শ গ্রামের আসাদ বিশ্বাস, বাবুল বিশ্বাস, সাদ্দাম শেখ, হাসানুর বিশ্বাস, আলামিন, মিন্টু বিশ্বাস ও কাশেম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেওয়ায় এ সাত যুবককে জরিমানা করা হয়েছে।

এদিকে, জেলার কোটালীপাড়ার পীরারবাড়ী বাজারে ওজনে কম দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ অঅদালত পরিচালনায় মেসার্স মল্লিক ট্রেডার্সের মালিককে ৫০০০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান।

ঢাকাটাইমস/০২এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :