করোনা সন্দেহে দুজনের নমুনা সংগ্রহ, বাড়ি লকডাউন

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ১৭:০৭

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরের নকলায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ওই দুই সন্দেহভাজন করোনা রোগী সম্পর্কে মা ও ছেলে। এ ঘটনায় আইইডিসিআরের নির্দেশনায় একটি মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরে উপজেলা প্রশাসন ধনাকুশা গ্রামে মা ও ছেলের অবস্থান করা বাড়িটি লকডাউন করার ঘোষণা দেয়। এছাড়া বাড়ির অন্যান্য বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনা আক্রান্ত সন্দেহ করা একজন চার দিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরে। সে পেশায় রিকশাচালক। মঙ্গলবার রাত থেকে তার মাও অসুস্থ হয়ে পড়ে। সন্দেহ করা ব্যক্তির সর্দি, জ্বর, গলা ব্যথার উপসর্গ রয়েছে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ পেলে পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

(ঢাকাটাইমস/২এপ্রিল/এলএ)