শুধু ধোনির ছক্কাতে ভারত বিশ্বকাপ জেতেনি: গম্ভীর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১৭:১৫

৯ বছর আগে আজকের দিনে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দিনের স্মরণে একটি ক্রিকেট ওয়েবসাইটের করা টুইট আর তার উত্তরে গৌতম গম্ভীরের পাল্টা টুইটে সরগরম সোশ্যাল মিডিয়া।

ভারতের বিশ্বকাপ জয়ের কথা উল্লেখ করে ক্রিকইনফো সোশ্যাল মিডিয়ায় টুইট করেছিল, ‘২০১১ সালের আজকের দিনে একটা শট লক্ষ লক্ষ মানুষকে উচ্ছ্বসিত করেছিল।’ ক্রিকেট ওয়েবসাইটের এহেন টুইট ভালভাবে নেননি ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। ক্রিকইনফোকে উল্লেখ করে ভারতের বাঁ-হাতি ওপেনার পাল্টা টুইট করেন, ‘২০১১ বিশ্বকাপ জেতার পেছনে গোটা দেশ, ভারতীয় দল এবং সাপোর্ট স্টাফের ভূমিকা ছিল। একটা ছক্কা তোমাদের আচ্ছন্ন করে রেখেছে।’

গম্ভীরের মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়। নেটিজেনদের কেউ কেউ গম্ভীরের সমর্থনে এগিয়ে এসেছেন। আবার অনেকেই তাঁকে সমর্থন করেননি। একজন লিখেছেন, ‘রিল্যাক্স করুন ক্রিকেটের আডবাণীজী। কোথাও লেখা হয়নি ওই ছক্কাটা ভারতকে জয় এনে দিয়েছিল।’

আর এক ভক্ত লিখেছেন, ‘ধোনি-ভক্তরা ছাড়া সবাই আসল সত্যিটা জানেন।’ এক ক্রিকেটভক্ত লিখেছেন, ‘সেদিন রাতে তুমি দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলে। আমরা সবাই ইনিংসটার কথা মনে রেখেছি।’

২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার ২৭৫ রান তাড়া করতে নেমে দ্রুত বীরেন্দ্র শেওয়াগ ও শচীন টেন্ডুলকারের উইকেট হারিয়ে বসে ভারত। হঠাৎই চাপে পড়ে যায় স্বাগতিকরা। সেই অবস্থা থেকে ভারতকে জয়ের রাস্তায় নিয়ে আসেন গম্ভীর। বিরাট কোহলির সঙ্গে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন তিনি। কোহলি আউট হওয়ার পরে মহেন্দ্র সিংহ ধোনি ব্যাটিং অর্ডারে নিজেকে উপরের দিকে তুলে আনেন। ধোনি ও গম্ভীর ৯৯ রান যুক্ত করেন। গম্ভীর অবশ্য দলকে জিতিয়ে ফিরতে পারেননি। ব্যক্তিগত ৯৭ রানে গম্ভীর আউট হন। বাকি কাজ সারেন ধোনি। তিনি ৯১ রানে অপরাজিত থেকে যান।

শ্রীলঙ্কার বোলার নুয়ান কুলাশেকারার বল ওয়াংখেড়ের গ্যালারিতে ফেলে ভারতকে জয় এনে দেন অধিনায়ক ধোনি।

(ঢাকাটাইমস/২ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :