ব্রিটিশ নাগরিকেদের জন্য হাইকমিশনারের বার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১৭:২০

কোভিড-১৯ ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে এসে যেসব ব্রিটিশ নাগরিক বিমানের ফ্লাইট বন্ধ হওয়ার কারণে দেশে ফিরতে পারছে না তাদের জন্য গুরত্বপূর্ণ বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকশন।

বৃহস্পতিবার ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসের ফেসবুক পেজে দেশটির নাগরিকদের জন্য এই ভিডিও বার্তা শেয়ার করেন হাইকমিশনার।

ভিডিও বার্তায় ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘প্রথমত, এই সময়টি আমাদের সবার জন্য কঠিন ও অনিশ্চয়তার। আমি বুঝতে পারছি এই সময়টি সেই সকল ব্রিটিশ নাগরিকদের জন্যেও কঠিন যারা বাংলাদেশে এসে এখন চাইলেও আর যুক্তরাজ্যে ফিরতে পারছেন না।’

চ্যাটার্টন ডিকশন বলেন, ‘দ্বিতীয়ত, আমরা বাংলাদেশ সরকার ও বিমান এয়ারলাইন্সের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি যেন পূর্বঘোষিত ৭ এপ্রিল থেকে বিমান চলাচল পুনরায় শুরু হয়। আমরা এই বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে গভীর আলোচনা করেছি এবং আমরা আশা করছি এই ফ্লাইট আবার সচল হবে। তবে এই মুহূর্তে আমরা নিশ্চিত জানি না এই ফ্লাইট আসলেই সচল হবে কি না। তাই আমরা এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হয়েই আপনাদের জানাতে চাই।’

ব্রিটিশ হাইকমিশনার বরেন, ‘তৃতীয়ত, আপনারা অনেকে জেনে থাকবেন বিভিন্ন দেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনার জন্য বিশ্বব্যাপী একটি বড় আকারের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে ফিরিয়ে আনার কার্যক্রমের আওতায় সেই সকল এলাকাকে গুরুত্ব দেওয়া হচ্ছ।’

‘যেখানে ব্রিটিশ নাগরিকদের বেশ বড় একটি সংখ্যা আটকা পড়েছেন অথবা আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা গুরুতর ঝুঁকির সম্মুখীন এবং তাঁদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ছাড়া আর কোন উপায়ই নেই। ব্রিটিশ হাই কমিশন ঢাকা থেকে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন লন্ডনের সিদ্ধান্তগ্রহণকারী নীতিনির্ধারকরা বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছা সম্পর্কে আরো অবগত হোন এবং এই বিষয়গুলো যেন তাঁদের পরিকল্পনায় প্রতিফলিত হয়।’

হাইকমিশনার বলেন, ‘আপনাদের অনুরোধ করছি, সবসময় আমাদের ট্র্যাভেল এডভাইসে চোখ রাখবেন। এই ট্র্যাভেল এডভাইস আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন এবং একই সাথে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করবেন। ফ্লাইট সম্পর্কে জরুরি তথ্য পেলে আমরা আপনাদের অবশ্যই জানাবো।’

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এনআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :