ভূঞাপুরে চা-বিক্রেতাদের কঠিন সময়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১৭:৩৪

প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায়-হতদরিদ্র চা-বিক্রেতারা হতাশায় কঠিন সময় পার করছেন। ফলে দোকান বন্ধ করে বেকার সময়ও কাটাচ্ছেন নিম্ন আয়ের এই মানুষগুলো।

জানা গেছে, গেল কয়েক সপ্তাহ আগে উপজেলা প্রশাসন করোনা ভাইরাস মোকাবেলায় ও প্রতিরোধে এ উপজেলার বিভিন্ন চায়ের দোকানগুলোতে টিভি চালানো ও সব ধরনের আড্ডা বন্ধের নির্দেশ দেয়। নির্দেশ না মানলে আইনের আওতায় এনে শাস্তির বিধানও জারি করেন প্রশাসন। তারপর থেকেই দোকানগুলোতে কমতে থাকে জনসমাগম। এরপর পরিস্থিতির অবনতি হলে চা-দোকানগুলো একেবারেই বন্ধ করে দেয় প্রশাসান। এদিকে সরকারি নির্দেশ অমান্য করে গ্রাম-অঞ্চলের অনেকে চা-বিক্রেতাই পেটের দায়ে চুপি চুপি চা-বিক্রি করে আসছেন।

সরেজমিনে বৃহস্পতিবার ভূঞাপুর বাস স্ট্যান্ড, গোবিন্দাসী বাজার, নিকরাইল বাজার, মাটিকাটা মোড়, সিরাজকান্দী বাজার, পাথাইকান্দী (যমুনা সেতু) বাজারসহ এ উপজেলার বিভিন্ন জনগুরুপূর্ণ এলাকাগুলোতে গিয়ে দেখা যায় নিরবতা বিরাজ করছে সবখানে।

পৌর শহরের ভূঞাপুর প্রেসক্লাবের সামনে চা-বিক্রেতা আব্দুল খালেক বলেন, করোনা ভাইরাসের কারণে প্রায় এক মাস ধরে দোকান বন্ধ করে বসে আছি। এতে আয়-রোজগারের মাধ্যম বন্ধ হয়ে যায়। এমন অবস্থাতে ছেলে-মেয়ে ও পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছি।

পাথাইকান্দী (যমুনা সেতু) বাজারের চা বিক্রেতা আব্দুল মান্নান মিয়া বলেন, সরকারের নির্দেশ মতে আমার চায়ের দোকান বন্ধ করে রেখেছি। কিন্তু আর কতদিন এভাবে বন্ধ করে রাখতে হবে কে জানে। এদিকে চা বিক্রি করেই চালতো সংসার। দোকান বন্ধ রাখার ফলে অনেক সময় অনাহারেও থাকতে হয়। শুধু খালেক মান্নান নয়। তাদের মতো উপজেলার শত শত চা বিক্রেতা খেয়ে না খেয়ে কষ্টে দোকান বন্ধ করে বসে থাকেন।

করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় চা দোকানগুলো বন্ধের বিষয়ে ভূঞাপুর প্রেসক্লাবেরর সভাপতি শাহ্আলম প্রামানিক বলেন, করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা সবার মেনে চলা উচিত। অন্যদিকে, অসহায়-হতদরিদ্র চা-বিক্রেতাদের সহযোগিতায় এই সময়ে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন বলেন, করোনা ভাইরাসের কারণে ও মোকাবেলায় সরকারের নির্দেশ মতে এ উপজেলার বিভিন্ন চা-দোকানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে হতদরিদ্র চা-বিক্রেতার মাঝে সরকারি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :