মহামারি ছুটি নেয় না: মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১৮:৫২

জার্মানিতে সামনে ইস্টারের ছুটি আসছে৷ অন্য বছরগুলোতে এই সময় দুই সপ্তাহের স্কুল ছুটি থাকায় অনেকে ভ্রমণে বের হন৷ কিন্তু এবার সেটা করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল৷

মার্কেল বলেন, ‘মহামারি কোনো ছুটি নেয় না৷ ইস্টারের ছুটির সময় মানুষ সাধারণত পরিবারের সঙ্গে ছুটি কাটায়, একদিন বা তার চেয়ে বেশি সময়ের জন্য কোথাও বেড়াতে যায়৷ কিন্তু এ বছর সেটা অন্যরকম হতে হবে।’ খবর ডয়চে ভেলের।

জার্মানিতে চলাফেরায় সামাজিক দূরত্ব বজায় রাখার সময়সীমা ১৯ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর৷ বর্তমান সময়সীমা ৫ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল৷ কিন্তু মার্কেল বলেন, ‘চলাফেরায় সীমাবদ্ধতার বিষয়টি এখনই শিথিলের চিন্তা করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে৷ এখন সেটা করলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে৷ আমাদের যা অর্জন করতে হবে তার চেয়ে এখনও অনেক দূরে আছি আমরা৷’

জার্মানিতে বর্তমানে দুজনের বেশি একসঙ্গে বাইরে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে৷ তবে পরিবারের সদস্য কিংবা একই ঘর বা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের জন্য এই সংখ্যা প্রযোজ্য নয়৷ এছাড়া জনসম্মুখে একে অপরের চেয়ে অন্তত দেড় মিটার দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে৷

গির্জার প্রার্থনাও এসব বাধানিষেধের আওতায় থাকবে বলে জানিয়েছেন মার্কেল৷ জার্মানির ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা শেষে এসব সিদ্ধান্ত জানান চ্যান্সেলর মার্কেল৷ ওই আলোচনায় মাস্ক পরা বাধ্যতামূলক না করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে৷

তবে নার্সিং হোম ও অক্ষম মানুষরা যেখানে থাকেন সেখানে মাস্কের সংখ্যা বাড়ানোর জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো কাজ করছে বলে জানান মার্কেল৷ জার্মানির প্রতিবেশী দেশ অস্ট্রিয়ায় সুপারমার্কেটে যাওয়ার সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷

এছাড়া জার্মানির ইয়েনা শহর কর্তৃপক্ষ আগামী ৬ এপ্রিল থেকে প্রকাশ্যে ও সুপারমার্কেটে যাওয়ার সময় মাস্ক কিংবা মাস্ক হিসেবে শাল ও স্কার্ফ পরা বাধ্যতামূলক করেছে৷ পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ১৪ এপ্রিল পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মার্কেল৷

জার্মানির সরকারি স্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউটের হিসেবে দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ৫২২ জন৷ একদিনে সেই সংখ্যা বেড়েছে ছয় হাজার ১৫৬ জন৷ এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ৮৭২ জন৷ আগের দিনের চেয়ে সংখ্যাটি ১৪০ জন বেশি৷

ঢাকা টাইমস/০২এপ্রিল/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :