নোয়াখালীতে চার’শ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছালেন পুলিশ সুপার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১৯:৪৫

নোয়াখালীতে চার’শ পরিবারকে খাদ্যসামগ্রী ও সেনিটাইজার পৌঁছে দিয়েছেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। নিজ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পরিবারগুলোর মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

উপজেলার চন্দ্রগঞ্জ বেদে পল্লী, চৌমুহনী চৌরাস্তার বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকার তৃতীয় লিঙ্গের লোকজন ও চৌমুহনী শহরের ছিন্নমূল এবং হতদরিদ্ররা এসব খাদ্যসামগ্রী পেয়েছে। তার উদ্যোগে জেলার অন্য উপজেলাগুলোতেও এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, করোনা পরিস্থিতিতে বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের লোকজন ও খেটে খাওয়া মানুষ কাজের অভাবে মানবেতর দিনযাপন করছেন। তাদের সহায়তায় তিনি চাল, আলু, ডাল, সয়াবিন তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করার এ উদ্যোগ নেন।

এসময় উপস্থিত ছিলেন- বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম ও মিজানুর রহমান পাঠান।

ঢাকাটাইমস/০২এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :