পাংশায় একজন আইসোলেশনে, বাড়ি লকডাউন

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ২০:০৬ | আপডেট: ০২ এপ্রিল ২০২০, ২০:২১

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ীর পাংশা উপজেলা হাসপাতালে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে। একই সাথে পাংশার সরিষা গ্রামে তার বাড়িটি প্রশাসন লকডাউন করে দিয়েছে।

পাংশা হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার জানান, বৃহস্পতিবার বেলা ১১টার  দিকে এক ব্যক্তি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলে তার ছিমটম দেখে করোনা সন্দেহ হলে তাকে হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভতি করে চিকিৎসা দেয়া হয়। পরে শুক্রবার তার রক্ত ও অন্যান্য উপসর্গ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষার-নিরীক্ষার পর বুঝা যাবে ওই ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত কি না? একই সাথে করোনা সন্দেহে আক্রান্ত ব্যক্তির সাথে আসা তার স্ত্রীকে ওই হাসপাতালের অন্য এক রুমে আইসোলেশন করে রাখা হয়েছে।

তবে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা জানায়, তাদের এলাকায় এ পর্যন্ত কেউ বিদেশ থেকে আসেনি।

(ঢাকাটাইমস/২এপ্রিল/এলএ)