চাঁদপুরে মেঘনা নদীতে জাটকা নিধনকালে ২৬ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ২০:২০

চাঁদপুরের নৌ-সীমানার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনকালে হাইমচর এলাকার মেঘনা নদী থেকে ২৬ জেলেকে আটক করা হয়েছে। মার্চ-এপ্রিল পদ্মা-মেঘনা নদীতে জাটকা ধরা নিষেধাজ্ঞা থাকার পরও অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে তাদের আটক করেছে উপজেলা টাস্কফোর্স কমিটি। বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযানে হাইমচর উপজেলায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অফিসার মিজানুর রহমান। কোস্টগার্ডের সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, শরিয়তপুর জেলার শাহ্আলম (৩৮), হোসেন (৩০), মতলব উপজেলার রুবেল (২০), শাহিন (২০), শরিয়তপুর জেলার মনির হোসেন (২২), ভোলা জেলার সিরাজ (২৫), মতলব উপজেলার জামাল (২৫), রাসেল (২১), কায়সার (২৩), হিজলা উপজেলার হেলাল (৩৫), ইয়াকুব (১৫), অনিক (১২), হৃদয় (১৫), নুরুল ইসলাম (৪০), আলম মাঝি (৩৮), আনোয়ার (৬১), আল-আমিন (২০), খলিল বেপারী (৩৮), হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন মো. সাকিব (১৩), রাসেল (১৬), মানিক (২২), সাইফুল (২০), রাসেল (২৮), আল-আমিন (৩২), সানাউল্লাহ (৩০) ও পারভেজ (১২)।

এ ব্যাপারে জাটকা নিধন আইনে হাইমচর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :