মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ২০:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢকাটাইমস

বাংলাদেশ থেকে ফেস মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১২ মার্চ (বৃহস্পতিবার) বাণিজ্য মন্ত্রণালয় পণ্য দুটি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।  তখন জানানো হয়েছি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে করোনাভাইরাস সংক্রমণরোধে ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/জেআর/ইএস)