মিলানে ১০দিনে ২০০ শয্যার আইসিইউ হাসপাতাল

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ২১:৪১

ইউরোপ ব্যুরো

ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের বিখ্যাত ফিয়েরা মিলানো সিটি পরিণত হয়েছে ইতালির সবচাইতে বড় ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ২০০ আইসিইউ বেড সম্বলিত অত্যাধুনিক এই হাসপাতালটি পলি ক্লিনিকের তত্বাবধানে ২০০ বিশেষজ্ঞ চিকিৎসক, ৫০০ অভিজ্ঞ নার্স এবং ২০০ স্বাস্থ্যকর্মী চব্বিশ ঘণ্টা নিয়োজিত থাকবেন। ভয়ংকর জীবাণু কোভিড-১৯ আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচাতে তারা কাজ করবেন।

লোম্বারদিয়ার প্রসিডেন্ট আত্তিলিয়ো ফোনতানা বলেন, মাত্র ১০ দিনের  মধ্যে আমরা ফেয়ারা মিলানো সিটিকে একটি আপদকালীন অস্থায়ী হাসপাতাল তৈরি করতে পেরেছি। এ হাসপাতাল তৈরি করতে মোট ২১ মিলিয়ন ইউরো ব্যয় হয়েছে। যার পুরোটাই ১২০০ লোকের সহযোগিতায় টাকা দিয়ে করা হয়েছে। তিনি হাসপাতাল তৈরিতে সহযোগিতার হাত বাড়িতে দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং দিন রাত পরিশ্রম করে যে ৫০০ শ্রমিক এই হাসপাতালটি নির্মাণ করেছে তাদেরও ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/২এপ্রিল/কেএম)