করোনা সচেতনতায় ব্র্যাক ও মমতাজের ‘মনটা ভইরা যায়’

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ২১:৪৪ | আপডেট: ০২ এপ্রিল ২০২০, ২১:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ব্র্যাক ও জনপ্রিয় ফোকসংগীত শিল্পী মমতাজ। ব্র্যাক নানাভাবে সাধারণ মানুষকে করোনাভাইরাস থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে বলছে। এরই অংশ হিসেবে একটি সংগীত ভিত্তিক ভিডিও প্রচার করছে সংস্থাটি। যেখানে শিল্পী মমতাজ গান গেয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেছেন।

তিনি বলেছেন, ‘সবাই সচেতন হলে করোনার মহামারী আমরাই থামাতে পারি।’  

ব্র্যাকের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা আড়াই মিনিটের ওই ভিডিওটির শিরোনাম ‘এবার ব্র্যাকের সাথে মাঠে নামছেন শিল্পী মমতাজ!। গানটির শিরোনাম ‘বন্ধু যখন নিয়ম মাইনা যায়, মনটা ভইরা যায়’। শুরুতেই শিল্পী মমতাজ বলছেন, ‘আমি শিল্পী মমতাজ ব্র্যাকের আপা ভাইদের নিয়ে আছি বাংলাদেশের পাশে।’

তারপর তিনি একটি সচেতনামূলক গান পরিবেশন করেন। করোনা প্রতিরোধে সচেতনতায় গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গানের কথাগুলো সাজানো হয়েছে। তবে সুরটি শিল্পী মমতাজের তুমুল জনপ্রিয় গান ‘বুকটা ফাইট্টা যায়’ এর অনুকরণে করা।

শিল্পীর ভাষায়, ‘দেশে ফেরত বন্ধু যখন চৌদ্দদিন বাইরে না গিয়া, সবার ভালোর কথা ভাইবা একলা রয়, ঘরে একলা রয়। মনটা ভইরা যায়। ও মনটা ভইরা যায়।’

‘বন্ধু যখন সচেতন হইয়া কাশি দেয় মুখ ঢাকিয়া, ২০ সেকেন্ড হাতটা ধুইয়া, বাড়ির বাইরে কম বার হইয়া, সবার ভালোর কথা ভাইবা মাইনা যায়, নিয়মটা মাইনা যায়। মনটা ভইরা যায়। ও মনটা ভইরা যায়। মাইনা যায়, ও নিয়মটা মাইনা যায়।’

ভিডিওর শেষে তিনি বলেন, ‘আমি আপনাদের সবার প্রিয় শিল্পী মমতাজ বলছি। করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় সবাই ঘরে থাকুন। নিয়ম মেনে চলুন। সবাই সচেতন হলে করোনার মহামারী আমরাই থামাতে পারি। করোনা ভাইরাস প্রতিরোধে আমি শিল্পী মমতাজ ব্র্যাকের আপা ভাইদের নিয়ে আছি বাংলাদেশের পাশে।’

গত ৩১ মার্চ পোস্ট করা ভিডিওটি ২ এপ্রিল রাত নয়টা পর্যন্ত দেখেছেন ৫১ লাখ ৬৬ হাজার ৭০৯ জন মানুষ। শেয়ার করে ছড়িয়ে দিয়েছেন ৩১ হাজার ফেসবুক ব্যবহারকারী। এতে কমেন্টস করেছেন ১৮ হাজার মানুষ।

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনা সৃষ্টিতে কাজ করছে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো। আছেন বিশিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন ক্ষেত্রে সফল ও জনপ্রিয়রাও আছেন এই তালিকায়। কেউ গান গেছে, কেউ কথা বলে কেওবা আবার অভিনয়ের ছলে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতামূলক তথ্য প্রচার করছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার হচ্ছে।  

(ঢাকাটাইমস/ ২ এপ্রিল/ এইচএফ)