বাড়ি ভাড়া ও লোন স্থগিতের খবর গুজব

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ২৩:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে দেশ যখন প্রায় অচল তখন সামাজিক যোগাযোগমাধ্যম ভাসছে নানা গুজবে। বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিতসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ১৭টি নির্দেশের একটি গুজব বৃহস্পতিবার ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে খবরটি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটিসংক্রান্ত যে গুজবটি ফেসবুকে ভাইরাল করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পড়ে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ইহসানুল করীম বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গৃহীত পদক্ষেপ নিজেই অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন।’

(ঢাকাটাইমস/০২এপ্রিল/কারই/জেবি)