রোহিতকে চ্যালেঞ্জ ছুঁড়ে হাসির পাত্র পান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ০৯:১৩

একজনের ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। অন্যজনের ক্যারিয়ারের বয়স সবে তিন পেরোলেও প্রথম একাদশে নিয়মিত হতে পারেননি এখনও। কথা হচ্ছে দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও রিশাব পান্তকে নিয়ে। সম্প্রতি তরুণ পান্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সিনিয়র রোহিতকে। তাও কিনা লম্বা ছক্কা হাঁকানোর প্রতিযোগিতায়। বিষয়টি মোটেও সহজভাবে নেননি ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক, একটি বিশ্বকাপে সর্বাধিক ৫টি শতরানের মালিক।

পান্তের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জের কথা শুনে তাঁকে বেজায় ট্রল করলেন রোহিত। যার ছক্কা হাঁকানোর দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল গোটা বিশ্ব। যার ‘হিটম্যান’ উপাধি প্রমাণ করে দেয় বল গ্যালারিতে পাঠাতে কতটা সিদ্ধহস্ত তিনি, সেই রোহিতকে সম্প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন পান্ত। চ্যালেঞ্জটা ছিল কে কতদূর ছক্কা হাঁকাতে পারে। যদিও চ্যালেঞ্জটা সরাসরি নয়, লাইভ চ্যাট সেশনে বুমরাহ মারফৎ ‘হিটম্যানে’র কাছে পৌঁছে দেন পান্ত।

সম্প্রতি ইনস্টাগ্রামে জাতীয় দলের সতীর্থ তথা ফ্র্যাঞ্চাইজি লিগেরও ক্লাব সতীর্থ বুমরাহর সঙ্গে একটি লাইভ চ্যাট সেশনে ছিলেন রোহিত। সেখানেই অধিনায়ককে পান্তের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জের কথা জানান মুম্বাই ইন্ডিয়ান্স পেসার। আর বুমরাহর মুখে সেই চ্যালেঞ্জের কথা শুনে পান্তকে দেওয়া রোহিতের জবাব এখন ভাইরাল ইন্টারনেটে। যদিও পুরোটাই মজার ছলে বলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। চ্যালেঞ্জের কথা শুনে ‘হিটম্যান’ পান্তের উদ্দেশ্যে বলেন, ‘এখনও এক বছর হয়নি যে ক্রিকেট খেলছে তার কিনা আমার সঙ্গে প্রতিযোগিতার শখ।’

ইন্টারনেটে রোহিত-বুমরাহর লাইভ চ্যাট সেশনের সেই ভিডিও প্রকাশ পেতেই তা হটকেকের মত বিকোতে শুরু করে। লকডাউনের মাঝে পান্ত-রোহিতের মৌখিক চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের পাল্টা বেশ মনে ধরেছে ক্রিকেট অনুরাগীদের। এমন সুস্থ প্রতিযোগিতা ফ্র্যাঞ্চাইজি লিগে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকলে করোনার জেরে আপাতত তা হচ্ছে না। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল। ওই সময়ের পর আদৌ কোটিপতি লিগ শুরু সম্ভব কিনা, তা নিয়ে রয়েছে ঘোর সংশয়।

(ঢাকাটাইমস/৩ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

এই বিভাগের সব খবর

শিরোনাম :