প্রত্যাশার চাপে আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারিনি: কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১২:০৫

আইপিএলে এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বারবার তারকাখচিত দল গড়েও কখনও ট্রফি হাতে তুলতে পারেনি তারা। অধিনায়ক বিরাট কোহলির যা নিয়ে আক্ষেপ রয়েছে যথেষ্টই।

প্রত্যেক বছরই আরসিবি সমর্থকরা আশায় থাকেন যে ট্রফি-খরা কাটবে। স্লোগান দেন যে ‘এবার কাপ আমাদের’। কিন্তু তা আর হয় না। ২০০৮ থেকে ধরলে বারো সংস্করণে একবারও আইপিএল জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স। ক্রিকেটমহল মনে করছে, প্রত্যাশার চাপই অনেক ক্ষেত্রে তৈরি করেছে সমস্যা।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে কেভিন পিটারসেনকে এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘দলে সেরা সেরা তারকারা রয়েছে যখন তখন সবার মনোযোগ তো থাকবেই। আর আমাদের দিকে সবসময় ফোকাস থাকবেই। আমরা তিনবার আইপিএলের ফাইনালে উঠেছি। কিন্তু একবারও জিততে পারিনি। তিনবার সেমিফাইনালেও উঠেছিলাম। কিন্তু, এখনও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথাও বলেছি। সত্যি বলতে, আমাদের কিন্তু আইপিএল জেতা উচিত ছিল।’

আরসিবি নেতার উপলব্ধি, ‘বুঝেছি যেকোনও কিছু পাগলের মতো চাইলে তা ক্রমশ দূরেই সরে যায়। প্রতিবারই মনে হয় যে এই বছরই আমরা জিতব, এই মৌসুমেই ট্রফি হাতে আসবে। আর এটা বাড়তি চাপ হয়ে ওঠে। সেটাই আমাদের মুশকিলে ফেলে।’

পিটারসেন এরপর জিজ্ঞাসা করেন আইপিএলে কোহলির সবচেয়ে ভাল লাগার ইনিংস প্রসঙ্গে। জবাবে চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০১৬ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৫০ বলে ১১৩ রানের ইনিংসের কথা উল্লেখ করেন তিনি। বিরাট কোহলি বলেন, ‘আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে সেটা ছিল ১৩ বা ১৫ ওভারের ম্যাচ। আমি করেছিলাম ১১৩। সেদিন সবকিছুই ঠিকঠাক হয়েছিল। তার আগে এমন অনুভূতি হয়নি।’

(ঢাকাটাইমস/৩ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :