ফরিদপুরে হতদরিদ্রদের পাশে ব্যবসায়ীরা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৩:২৭

ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকির কারণে কর্মহীন হয়ে পড়া ৩০০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্থানীয় বাজার বণিক সমিতি।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বাজারের কর্মহীন ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, আধা কেজি লবন ও ১টি সাবান দেয়া হয়।

এসময় খলিলপুর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রায়হান সরদার চুন্নু, মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী মোল্যা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান শেখ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন গরিবুল্লাহ, সহ-সভাপতি ফয়সাল হোসেন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, খলিলপুর বাজারের কর্মহীন হয়ে পরা ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও কর্মচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ার পর্যন্ত তাদের এ সহায়তা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :