করোনা: প্রশাসনের নজরদারির পরও চলছে হাট-বাজার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৩:৫৪

করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসনের কঠোর নির্দেশনার পরেও ফরিদপুরে থেমে নেই হাট-বাজার।

জেলার শহর ও উপজেলার ছোট-বড় সাপ্তাহিক হাট-বাজারগুলো চলছে সমান তালে। ক্রেতা-বিক্রেতারা খুশি মতো বিচরণ করছেন বাজারগুলোতে।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে গিয়ে দেখা যায়, শত শত মানুষ। সরকার বা স্থানীয় প্রশাসনের করোনাভাইরাসের সর্তকর্তা জারির পরেও কেউ থেমে নেই।

বাজারের ব্যবসায়ী হাফিজ উদ্দিন জানান, এই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও গৃস্থরা তাদের পণ্য বিক্রয় করতে আসেন। প্রান্তিক কৃষক কি করবে। সংসার তো চালাতে হবে। না এসে উপায় কি।

কানাউপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত বলেন, গ্রামে গ্রামে মাইকিং করেছি। পুলিশ প্রশাসন বিভিন্ন হাট-বাজারের মাইকিং করছে। কিভাবে নিয়ন্ত্রণ করব। প্রান্তিক চাষিরা কিছুদিন ঘরে থাকলেও জীবিকার তাগিদে তাদের উৎপাদিত পণ্য নিয়ে বাজারে ছুটে আসেন।

কোতয়ারি থানার ওসি মোরশেদ আলম জানান, পুলিশের পক্ষ থেকে প্রতিদিনই করোনার ভয়াবহতা বিষয়ে জনসাধারণকে অবহিত করা হচ্ছে। চলছে নিয়মিত মাইকিং।

তিনি বলেন, সবাই এগিয়ে না এলে শুধু পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে সমাধান সম্ভব নয়।

সিভিল সার্জন সিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে সব মিলিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭২০ জন। এছাড়াও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রয়েছেন তিনজন।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :