দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন কুষ্টিয়ার এসপি

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৪:৩৩

করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যানচালক ও নিম্ন আয়ের দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।

গত কয়েক দিন ধরে পুলিশ লাইনে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে আসছেন তিনি।

এরপর পুলিশের কর্মকর্তারা সাতটি থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার জন্য এসব খাদ্যসামগ্রী নিয়ে যান।

ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তত করে এসব ত্রাণ বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটা, লবণসহ অন্যান্য সামগ্রী।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের নির্দেশনায় করোনাভাইরাসের কারণে ঘরে থাকা অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারকে খুঁজে বের করে তাদের খাদ্যসামগ্রী তিনি মিরপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :