অনুদান নিতে হাজার মানুষের ভিড়

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৫:৫১

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাজশাহীতে একসঙ্গে দুজন মোটরসাইকেলে আরোহী হওয়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু শুক্রবার সকালে রাজশাহীতে অনুদান নিতে ভিড় জমিয়েছিলেন এক হাজারেরও বেশি নারী-পুরুষ।

রাজশাহী রেলওয়ে স্টেশনে বেসরকারি সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আয়োজন করেছিল। আয়োজনে সহযোগিতা করে রাজশাহী সিটি করপোরেশন। করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্র্যাক তাদের কর্মহীন সদস্যদের মাঝে দেড় হাজার টাকা করে বিতরণ করছে।

স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের।

তবে এতো মানুষের ভিড় দেখে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। তবে উদ্বোধনী অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, লোকজনকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। একইসঙ্গে খাদ্যসামগ্রী বা অর্থ সহায়তা দেয়া হলে কর্মহীনদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে বলা হচ্ছে। এ অবস্থায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা সঠিক হয়নি।

তিনি বলেন, আমি শুনেছি- সেখানে কয়েকশ লোক জড়ে হয়েছিল। স্বাস্থ্যবিধি না মেনে তারা পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন প্রায় দুই ঘণ্টা। সেখানে একজন যদি করোনাভাইরাসে আক্রান্ত থেকে থাকে, তবে অনেকের মধ্যেই তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্র্যাকের কর্মহীন মানুষকে নগদ অর্থ সহায়তা দিতে স্টেশনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থ বিতরণের খবর পেয়ে সেখানে জড়ো হন এক হাজারের বেশি নারী-পুরুষ। স্টেশনের প্লাটফরমে প্রায় দুই ঘণ্টা অবস্থান করার পর তাদের জানিয়ে দেয়া হয় অর্থ বিতরণ করা হবে না। এরপর সেখান থেকে সবাই চলে যান। পরে নগর ভবনে সংক্ষিপ্তাকারে কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং এরপর ব্র্যাকের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে আসেন।

ব্র্যাকের রাজশাহী অঞ্চলের কো-অডিনেটর ফারহানা বেগম বলেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওয়ায় রাজশাহী নগরীর ৩৭৫ জন কর্মহীন মানুষকে দেড় হাজার টাকা করে অনুদান দেয়ার ব্যবস্থা করা হয়। যারা এই অর্থ সহযোগিতা পাচ্ছেন তারা সবাই ব্র্যাকের সমিতির সদস্য। স্টেশনে তালিকার বাইরের প্রচুর নারী-পুরুষ সহায়তা পেতে হাজির হন। সে জন্য অনুষ্ঠানটি বাতিল করা হয়। বিষয়টি এরকম হয়ে যাবে তা তারা আগে বুঝতে পারেননি বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :