ক্রিকেটারদের বেতন কাটবে না বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৬:৪৩

করোনাভাইরাসের কারণে থমকে আছে পুরেো বিশ্ব। অর্থনৈতিক ক্ষতির মুখে কমবেশি সব সংস্থা-প্রতিষ্ঠানই। ক্রিকেট বন্ধ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) বিশ্বের তামাম ক্রিকেট বোর্ড আর্থিকভাবে কিছুটা ক্ষতির শিকার তো হবেই। করোনাকালের সংকটময় অবস্থার জন্য বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলো খেলোয়াড়দের বেতনের নির্দিষ্ট একটা অংশ কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিসিবি হাঁটছে উল্টোপথে, চুক্তিবদ্ধ সকল ক্রিকেটারকে নিয়মিত বেতন দেওয়া হবে।

ক্রিকেটারদের বেতন কেটে রাখার প্রশ্নটি এসেছে মূলত বিশ্বের অন্যান্য প্রভাবশালী ক্রিকেট বোর্ডের এ নিয়ে আলোচনার কারণে। ইংল্যান্ড অ্যা্ন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক্রিকেটারদের বেতনের একটি অংশ কেটে রাখবে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াতেও (বিসিসিআই) এ নিয়ে আলোচনার শোর উঠেছিল, যদিও শেষ অবধি সেই চিন্তা থেকে সরে এসেছে সৌরভ গাঙ্গুলির নেতৃাত্বাধীন বোর্ড।

এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও (সিএসএ) খেলোয়াড়দের বেতন কর্তনের ব্যাপারে ভাবছে। তবে এ মুহূর্তে এমন ভাবনা নেই বিসিবিতে। চুক্তির নিয়ম অনুযায়ীই খেলোয়াড়দের নির্ধারিত বেতন দেওয়া হবে আগামী দিনগুলোতে।

অতীতে বোর্ডের লভ্যাংশ সন্তোষজনক হওয়ায় ক্রিকেট বন্ধের এই সংকটময় সময়ে আর্থিক দিক নিয়ে এতটা উদ্বিগ্ন হতে হচ্ছে না বিসিবিকে। ক’দিন আগে ঘোষিত নতুন চুক্তির ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। এর আগ পর্যন্ত তাদের নিয়মিহতই বেতন দিয়ে যাবে বিসিবি। অবশ্য বোর্ডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার মতে, ৫-৬ বছর ক্রিকেটারদের খরচ চালিয়ে যাওয়ার মত সামর্থ্য বিসিবির রয়েছে।

বোর্ড এই সামর্থ্য নিয়ে নিয়মিতই মহৎ কাজে যক্ত হচ্ছে। অন্যান্য ক্রীড়া সংস্থাকে সহায়তা দিয়ে একাধিকবার ইতিবাচক খবরের শিরোনাম হওয়া বিসিবি করোনাভাইরাস সংকটের সময়ে পুরুষ ও নারী ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডের অধীনস্থ নিম্ন আয়ের স্টাফদেরও এককালীন আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে।

(ঢাকাটাইমস/০৩ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :