ভৈরবে সামাজিক দূরত্ব না মানায় ১৯ জনের জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৬:৫৮ | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৬:৫৪

কিশোরগঞ্জের ভৈরবে সামাজিক দূরত্ব না মানায় ১৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা পৌর এলাকার ফেরিঘাট, গাছতলাঘাট ও শম্ভুপুর এবং গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে ১৯ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে উপজেলা সহকারী কমিশনার হিমাদ্রী খীসা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনের থেকে ১৩৭০০ টাকা জরিমানা আদায় করেন।

তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। আর সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। অথচ তারা এ নির্দেশনা অমান্য করে দোকানে আড্ডা দিচ্ছে। তাই অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলার সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনসহ অন্য পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ঢাকাটাইমস/০৩এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :