রাজৈরে ইউরোপ প্রবাসীদের সহায়তায় ত্রাণ বিতরণ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৭:০৬

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি গ্রামে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আমেরিকা ও ইতালী প্রবাসীদের সহায়তায় এই ত্রাণ বিতরণ হয়। এসব ত্রাণের মধ্যে রয়েছে দশ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, এক লিটার তৈল, একটি সাবান ও একটি করে মাক্স। শুক্রবার সকাল ১০টায় হাসানকান্দি গ্রামের আমেরিকান মসজিদ প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউরোপ প্রবাসীদের পক্ষে ইতালী প্রবাসী মিন্টু মাতুব্বর , মিলন মাতুব্বর,আব্দুর রহমান ,ফিরোজ ও মেহেদী প্রমুখ।

বিতরণের সময় উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিন্টু মাতু্ববর বলেন, মরণঘাতি করোনাভাইরাসের কারণে এই পরিস্থিতিতে তারা তাদের ত্রাণ বিতরন কাজটি চালিয়ে যাবেন আরো দুয়েকসপ্তাহ। (ঢাকাটাইমস/৩এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :