নির্যাতনের শিকার বৃদ্ধাকে ঘরে তুলে দিলেন ইউএনও

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৭:০৯

ছেলের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বেড়ানো বৃদ্ধা মাকে ছেলেদের সংসারে তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এসময় ছেলে রাজ্জাক ভুল শিকার করে নিজ হাতে বৃদ্ধা মাকে ঘরে নিয়ে যান।

শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সরজমিনে ৪ নং বড়গাঁও ইউনিয়ন আরাজী হাজীপাড়া গ্রামে গিয়ে নির্যাতিত বৃদ্ধা রহিমা খাতুনকে তার স্বামী গিয়াসউদ্দিন, ছেলে রাজ্জাক ও বউমা ববিতার সাথে কথা বলে তাদের সংসারে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিবারের লোকজন ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে ইউএনওকে অঙ্গীকার করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন বৃদ্ধা মহিলার হাতে চাল, ডাল, সাবান, তেল ও শাড়ির প্যাকেটসামগ্রী তুলে দেন।

বৃদ্ধা রহিমা খাতুন বলেন, আমি আপনাদের কীভাবে ধন্যবাদ দিবো বুঝতে পারতেছি না। ইউএনও সাহেবকে আল্লাহ ভালো রাখুক। আমি মায়ের মতো তাদের জন্য দোয়া করব।

উল্লেখ্য, বৃদ্ধা রহিমা খাতুন (৬০)-কে তার ছেলে রাজ্জাক, স্বামী গিয়াস উদ্দিন ও বৌমা ববিতা নির্যাতন করে গত বুধবার বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :