গজারিয়ায় চেয়ারম্যানসহ ১০ জনকে জরিমানা

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ১৭:২১

গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর, আলীপুরা ও বৈদ্যারগাঁও এলাকায়  করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে আড্ডা দেয়া ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে জনসমাগম করার দায়ে দশজনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। এদের মধ্যে ভবেরচর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হকও রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেনাবাহিনী ও গজারিয়া থানা পুলিশের সহায়তায় দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গজারিয়য়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান সাদী।

আদালত এ সময় সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে আব্দুল হক, রুহুল আমিন, মনির হোসেন, কাদির মিয়া, নূর জালাল, মনির মিয়া, মোসলেম উদ্দিন, রফিকুল ইসলাম, শহীদ হোসেন ও যতীশ চন্দ্রকে ১১ হাজার  টাকা জরিমানা করেন।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/কেএম)