সৌরভ-শচীনদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৯:০২

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের মানুষকে কীভাবে আরও সচেতন করা যায়, তা নিয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দেশের ৪০ জন খ্যাতনামা ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়সহ বিরাট কোহলি, লিটল মাস্টার শচীন টেন্ডুলকার এবং দু’বারের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি৷

এই প্রথম মোদি দেশের ক্রীড়াবিদদের সঙ্গে করোনা প্রতিরোধের ব্যাপারে আলোচনা করলেন। জানা গিয়েছে, তিনি সমস্ত ক্রীড়াবিদদের দেশবাসীর উদ্দেশে নিয়ম মেনে চলার আবেদন রাখতে বলেছেন। ক্রীড়ায় যেমন চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা, শৃঙ্খলা, ইতিবাচক মানসিকতা ও নিজের প্রতি বিশ্বাসের প্রয়োজন, তেমনই করোনার বিরুদ্ধে লড়াইয়েও এই গুণগুলো দরকার বলে জানান প্রধানমন্ত্রী। এই সময় ক্রীড়াবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলেও জানান তিনি।

এই ভিডিও কনফারেন্সে শচীন টেন্ডুলকার-সৌরভ গঙ্গোপাধ্যায়-বিরাট কোহালি ছাড়াও ছিলেন পিটি ঊষা, পুলেল্লা গোপীচন্দ, বিশ্বনাথন আনন্দ, হিমা দাস, বজরং পুনিয়া, রোহিত শর্মা, বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, মানু ভকর, শরদ কুমার, অজয় ঠাকুররা।

করোনা মোকাবেলায় আগেই এগিয়ে এসেছেন ভারতীয় ক্রিকেটাররা৷ দেশবাসীকে সচেতন করার পাশাপাশি বাড়িয়ে দিয়েছেন সাহয্যের হাত৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইতিমধ্যেই করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে ৫১ কোটি টাকা দান করা হয়েছে৷ এছাড়াও ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারই আর্থিক সাহায্য করেছেন৷

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ৫০ লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি সমাজের দরিদ্রদের অন্নের সংস্থান করেছেন৷ বুধবারই বেলুড মঠে গিয়ে ২ হাজার কিলো চাল মহারাজদের হাতে তুলে দিয়েছেন সৌরভ৷ অর্থ সাহায্য করেছেন শচীন৷ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে মোটা ৫০ লক্ষ টাকা দান করেছেন তিনি৷

অর্থ দান করেছেন ভারতীয় ক্রিকেটের ‘ফার্স্ট ম্যান’ ও ‘ফার্স্ট লেডি’৷ বিরাট কোহলি ও তার স্ত্রী অনুষ্কা শর্মা প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে অর্থ দান করেছেন৷ তবে অর্থের পরিমাণ কত জা জানা যায়নি৷কারণ অর্থের পরিমাণ প্রকাশ্যে না-আনার অনুরোধ করেছেন বিরুষ্কা৷ এছাড়াও সাহায্যের হাত বাড়িয়েছেন ধোনি, সুরেশ রায়নারাও৷

(ঢাকাটাইমস/০৩ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :