করোনা থেকে বাঁচার উপায় জানাচ্ছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৯:০৫

করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। এই ডুডল বলে দিচ্ছে করোনা থেকে বাঁচার উপায়।

নানা বিষয় নিয়ে মাঝে মধ্যেই ডুডল প্রকাশ করে, এ বার ঘরে থাকার বার্তা দিয়ে ডুডল তৈরির করল গুগল। ডুডলে দেখা যাচ্ছে, গুগলের লোগোর ছয়টি ইংরেজি অক্ষরকে পাঁচটি ঘরের মধ্যে রাখা হয়ে। প্রথম অক্ষরটি (জি) একটি বই পড়ছে। পরের দুইটি (ও, ও) একটি বড় ঘরে গান, বাজনা করছে। চতুর্থ (জি) ও ষষ্ঠ (ই) অক্ষর পরস্পরের সঙ্গে ফোনে চ্যাট করছে। আর তাদের মাঝের অক্ষর ‘এল’ শরীরচর্চা করতে ব্যস্ত, দুই হাতে দুটি ডাম্বল তুলে নিয়েছে।

করোনাভাইরাস নিয়ে গুগল বহুল প্রচারিত বার্তাটিই ফের একবার তুলে ধরেছে, ঘরে থেকে সময় কাটান। তাহলেই করোনাকে হারানো সম্ভব হবে।

লোগোর উপরে অ্যারোটি নিয়ে গেলেই আবার ইংরেজিতে ফুটে উঠছে, ‘ঘরে থাকুন। জীবন বাঁচান। করোনাকে আটকাতে সাহায্য করুন’। ডুডলটির নিচে একটি শেয়ার অপশনও রয়েছে। চাইলে ব্যক্তিগতভাবে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটি শেয়ারও করা যাবে।

গুগলের মাধ্যমে বার্তা দিতে পারবেন প্রিয়জনদের, ‘ঘরেই থাকুন বাইরে যাবেন না। তাহলেই হারবে করোনা’।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা