মাস্ক ছাড়া বেরিয়ে জরিমানা গুণলেন দুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৯:০৬

মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ায় এবং বিনা কারণে ঘোরাঘুরি করার কারণে দুজনকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাজধানীর উত্তরা এলাকায় ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) জুলকার নায়নের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ডিএনসিসি জানায়, মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি করায় দুই ব্যক্তিকে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উত্তরা এলাকার ২০ জন হতদরিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এছাড়া ডিএনসিসি জানায়, করপোরেশনের বিভিন্ন স্থানে সরকারের নির্দেশনা মতে জনগণকে ঘরে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ডিএনসিসি, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে সমগ্র এলাকায় টহল অব্যাহত রয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য এলাকায় ব্যাপক মাইকিং করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :