রূপগঞ্জে ১৮০০ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৯:১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অননুমোদিত কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের দায়ে জামাল মিয়া (৫৪) নামে একজনকে আটক করেছে র‌্যাব। এসময় ১ হাজার ৫০০ লিটার অ্যালকোহল ও বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় ১টি অননুমোদিত কারখানায় বিশেষ অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের দায়ে কারখানার মালিক জামাল মিয়াকে (৫৪) আটক করা হয়। এ সময় কারখানা থেকে ১৫’শ লিটার অ্যালকোহল, ১’শ মি.লি. নকল হ্যান্ড স্যানিটাইজার ১৩’শ বোতল, ৫০ মি.লি. ওজনের নকল হ্যান্ড স্যানিটাইজার ২৫০ বোতল, ৫০ মি.লি. ওজনের লেবেলবিহীন হ্যান্ড স্যানিটাইজার ২৫০ বোতলসহ সর্বমোট ১৮০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার ও ১২৫০টি ব্যান্ডের লেবেল জব্দ করা হয়।

আটক জসিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নোয়াগাঁও এলাকার বাসিন্দা।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :