কুষ্টিয়ায় রিকশাচালক আইসোলেশনে

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৯:২১

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক রিকশাচালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন রাখা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে তার পরিবার জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা আইসোলেশনে ভর্তি করায়।

করোনা আক্রান্ত সন্দেহভাজন ওই চালক পরিবারসহ কুষ্টিয়া শহরের চরথানাপাড়া এলাকায় থাকেন।

তার পরিবারের বরাত দিয়ে হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকার জানান, একমাস আগে থেকে জ্বরে ভুগছিলেন সন্দেহভাজন এ রিকশাচালক। গত তিন দিন ধরে সর্দি, কাশি হচ্ছে। বৃহস্পতিবার থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট বাড়ায় তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে আসে।

সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ওস গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। তার নমুনা সংগ্রহ করে সেখানে পাঠানো হবে।

ঢাকাটাইমস/০৩এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :