মসজিদে মসজিদে রেড ক্রিসেন্টের জীবাণুনাশক স্প্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৯:২৮

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাজধানীর বায়তুল মোকারম, গুলশান আজাদ মসজিদ, হাইকোর্ট মসজিদ ও নয়াটোলা টিএন্ডটি মসজিদসহ বেশ কয়েকটি মসজিদে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

একইসঙ্গে এই কার্যক্রম দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও পরিচালনা করেছে সংস্থাটি।

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মসুল্লিদের মাঝে বিভিন্ন সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছে রেড ক্রিসেন্ট।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিশেষত জুমার দিনে মসজিদে আগত মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মসজিদে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেছে। স্বেচ্ছাসেবকরা সকাল থেকেই স্প্রে করা শুরু করে।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :