ফাইভ জি ফোন আনল ভিভো

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ১৯:৪১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ফোনের বাজারে মন্দাভাব থাকা স্বত্বেও নতুন ফোন আনছে ভিভো। মডেল ভিভো এস সিক্স। এই ফোনের বিশেষত্ব হচ্ছে এতে ফাইভ জি কানেক্টিভিটি থাকছে। এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে।    

ভিভো এস সিক্সে অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেমে চলবে। ফোনের ভিতরে রয়েছে এক্সিনোস ৯৮০ চিপসেট।   

৮ জিবি র‌্যামের এই ফোনে ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরে থাকছে। 

৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এই ফোনে। 

ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। আর সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪৫০০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে এই ফোনে। 

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এজেড)