১৫ লাখ লিটার জীবানুণাশক ছিটিয়েছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২০:০৯

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সড়কে ১৩ দিনে ১৫ লাখ লিটারের বেশি জীবানুণাশক ছিটিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত ২২ মার্চ থেকে করপোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় ক্লোরিং মিশ্রিত পানি ছিটিয়ে আসছে উত্তর সিটি।

শুক্রবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নয়টি পানির গাড়ির মাধ্যমে নিকুঞ্জ, দক্ষিণখান, মিরপুর-২, টোলারবাগ, গাবতলী, টেকনিক্যাল, মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড, তাজমহল রোড, কৃষি মার্কেট, টাউনহল, বাড্ডা, বনানী, শেখেরটেক, রিং রোড, আদাবর, মহাখালী সাত তলা আদর্শনগর বস্তি, তিতুমীর কলেজ, আগারগাঁও, ফার্মগেট এলাকায় মোট এক লাখ ৫০ হাজার লিটার তরল জীবাণুনাশক ছিটানো হয়।

করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ মার্চ থেকে ১০টি ওয়াটার বাউজারের মাধ্যমে মোট ১৫৮ বার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক বিভিন্ন এলাকার প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভারব্রিজ, কোয়ারেন্টাইন্ড এলাকা, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে ছিটানো হচ্ছে। ১৩ দিনে মোট ১৫ লাখ ৮০ হাজার লিটার তরল জীবাণুনাশক করপোরেশনের প্রায় দুই কোটি ৩৭ লাখ বর্গফুট এলাকায় ছিটানো হয়েছে।

পাশাপাশি উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে, বস্তিতে, মসজিদের সামনে, হ্যান্ড স্প্রে ও হুইলব্যারো মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :