করোনায় দুস্থদের পাশে ‘বৃক্ষছায়া’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২০:২৭

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিশ্ববিদ্যালয়পড়ুয়া কিছু ছেলে-মেয়ে নিজ উদ্যোগে ৮৫টি দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে। পার্বতীপুর উপজেলার বাসুপাড়া, সরকারপাড়া, হলদিবাড়ি, সিংগীমারী জেলেপাড়া, মাঝাপাড়া, চান্দেরডাঙ্গা, বাবুপাড়া, নয়াপাড়া, দক্ষিণপাড়া এই নয়টি গ্রামের অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে তারা।

শিক্ষার্থীরা জানায়, বড় কোনো প্রতিষ্ঠান কিংবা বড় কোনো অনুদান নয় বরং বন্ধু-বান্ধব, বড় ভাই এবং পরিচিত লোকজনদের কাছ থেকে চাঁদা তুলে বৃক্ষছায়ার ব্যানারে এই মহৎ কাজটি সম্পন্ন করেছে তারা।

এই দুর্যোগের সময় এরকম ছোট ছোট উদ্যোগ সমাজের চিত্র বদলে দিতে পারে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আর সমাজের বিত্তবান মানুষ যাদের সক্ষমতা রয়েছে তারা এগিয়ে এলে এই কঠিন সময় অনেকটাই সহজ হবে বলে আশা করেন তারা।

(ঢাকটাইমস/০৩এপ্রিল/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :