১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২১:৪৯

এই প্রথম ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন আনছে শাওমি। মডেল মি নোট টেন। ফোনটি মি টেন এস প্রো কিংবা মি সিসি টেন প্রো নামেও বাজারে আসতে পারে। সম্প্রতি টুইটারে এই খবর ফাঁস হয়েছে। যদিও কোম্পানির তরফ থেকে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। সম্প্রতি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাসহ মি টেন ও মি টেন প্রো লঞ্চ করেছিল বেজিংয়ের কোম্পানিটি।

টিপস্টার সুধাংশু আমভোরে টুইটারে জানিয়েছেন, ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি করছে শাওমি। মি ১০এস অথবা মি টেন এস প্রো কিংবা মি সিসি টেন প্রো নামে এই ফোন বাজারে আসতে পারে।

মি টেন প্রো ও মি সিসি নাইন প্রোতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল। ফলে এই দুই সিরিজে ক্যামেরায় এই আপগ্রেড আসতে পারে। যদিও বেশি মেগাপিক্সেল ক্যামেরা মানেই সেরা ছবি তোলা যাবে এই ধারণা সঠিক নয়। তুলনামূলক কম মেগাপিক্সেল ক্যামেরায় অ্যাপেল ও গুগল স্মার্টফোনের ক্যামেরায় দুর্দান্ত ছবি তোলা সম্ভব।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা