ভৈরবে বিয়ের অনুষ্ঠান, বর-কনে পক্ষকে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২২:৪২ | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২২:৩৮

কিশোরগঞ্জের ভৈরবের শিবপুর ইউনিয়নের ফাঁড়ি রঘুনাথপুর গ্রামে সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করে বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা তাদের থেকে এ জরিমানা আদায় করেন।

তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণজমায়েত করে সংক্রামক ব্যাধি ছড়ানোর আশঙ্কা তৈরি করায় দণ্ডবিধির ২৬৯ ধারায় উভয় পক্ষকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ জানায়, বগুড়ার সোনাতলা গ্রামের মনোয়ারা বেগম তার পুত্র বর মশিউর রহমানকে উপজেলার শিবপুর ইউনিয়নের ফাঁড়ি রঘুনাথপুর গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য দুইটি মাইক্রোবাসে করে ১৫/১৬ জন বরযাত্রী নিয়ে ওই গ্রামে যান। বিয়ে উপলক্ষে কনের বাড়ি জনসমাগম হয়। যা বর্তমান পরিস্থিতিতে অনুমোদিত নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের ২০/২৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভ্র্যম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করা হয়।

ঢাকাটাইমস/০৩এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :