‘আপনারা ঘরে থাকুন, খাদ্য পৌঁছানোর দায়িত্ব সরকারের’

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২৩:৫২

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে লালমোহনে ১০ হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এমপি শাওন নিজে এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, সাবান ও মাক্স বিতরণ করেন। এছাড়াও দুটি হটলাইন চালু করেন লালমোহন ও তজুমুদ্দিনের কর্মহীন মানুষের জন্য। যার মাধ্যমে অসহায় ও কর্মহীন মানুষের ফোন কলে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় খাদ্য সহায়তা। এ কার্যক্রম করোনা সংক্রমণ চলাকালে অব্যাহত থাকবে। হটলাইন : ০১৭১১১৫৯১০৫ ও ০১৭১৮৫১০৬৬৮।

ত্রাণ বিতরণকালে শাওন বলেন, শেখ হাসিনা থাকতে একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না। যতবড় বিপদই আসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে আছে। তিনি করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে প্রত্যেককে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ঘর থেকে বের না হতে অনুরোধ করেন।

সাংসদ বলেন, আপনারা ঘরে থাকুন। আপনাদের খাবার পৌঁছে দেবে শেখ হাসিনার সৈনিকেরা।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিুবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :