ফেদেরার-সেরেনার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১০:৪৪

উইম্বলডন বাতিল হওয়ার পরে গোটা মৌসুমে আর কোনও টেনিস প্রতিযোগিতা না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আরও একটা আশঙ্কা দেখা যাচ্ছে। বুড়িয়ে যাওয়া রজার ফেদেরার এবং সেরেনা উইলিয়ামস হয়তো আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ পাবেন না।

অস্ট্রেলিয়ার ন’বারের উইম্বলডন ডাবলস চ্যাম্পিয়ন ও সিঙ্গলস সেমিফাইনালিস্ট টড উডব্রিজ ফেদেরারের খেলা প্রসঙ্গে বলেছেন, ‘নিজেকেই রজারকে প্রশ্ন করতে হবে এখন আরও একটা মৌসুমে টেনিস কোর্টে নামার জন্য নিজেকে ও কী ভাবে উদ্বুদ্ধ করবে? ফেদেরারের যা বয়স এখন তাতে যত কম ম্যাচ খেলবে ততই লক্ষ্যটা কঠিন হয়ে উঠবে। তাই ফেদেরারের আরও একটা বা দুটো গ্র্যান্ড স্ল্যাম জেতার সম্ভাবনা খুবই কম।’

ফেদেরার যদিও বলেছেন আগামী বছর উইম্বলডনে তিনি খেলবেন। কিন্তু এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি সেরেনা। মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়া থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে থাকা সেরেনার এ বছর সেপ্টেম্বরে বয়স হয়ে যাবে ৩৯। গত বছর উইম্বলডন ফাইনালে সেরিনা হেরে গিয়েছিলেন। ২০১৭ সালে মেয়ে হওয়ার পরে চারটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেও সেরিনা একটিও জিততে পারেননি। ১৮ গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস জয়ী কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা বলেছেন, ‘এ রকম একটা পরিস্থিতিতে তরুণ খেলায়ড়েরা উন্নতি করার সুযোগ হারাচ্ছে। সেরেনা আর রজারের বয়সি খেলোয়াড়দের কাছে সময় কিন্তু বন্ধু নয়। তাই এ বছর গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ নষ্ট হল।’

করোনাভাইরাসের জেরে গত বুধবার উইম্বলডন বাতিল হয়ে যায়। একই সঙ্গে পেশাদার টেনিসও স্থগিত হয়ে যায় ১৩ জুলাই পর্যন্ত।

(ঢাকাটাইমস/০৪ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

বাংলাদেশে সিরিজের জন্য দল ঘোষণা ভারতের, দলে দুই নতুন মুখ

এই বিভাগের সব খবর

শিরোনাম :