বাড়িতে অবস্থান করুন: সৌরভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১২:১৫ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১২:০৭

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব, ব্যাহত হচ্ছে জনজীবনের স্বাভাবিক চলাফেরা। প্রাদুর্ভাবের মাত্র তিন মাসের মধ্যেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এ মারণ ভাইরাস। কোভিড-১৯’র জেরে চীনের পর স্পেন, ইতালি, আমেরিকাতে চলছে প্রাণ-সংহারলীলা, বাড়ছে মুত্যুমিছিল। এই ভাইরাস মোকাবেলায় সৌরভ-শচীনসহ ভারতের ৪০ ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির পরামর্শ অনুসারে এবার জনসচেতনতায় ভিডিও বার্তা প্রকাশ করলেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতে করোনায় সৃষ্ট বেসামাল পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সৌরভ, সেই সঙ্গে জনসচেতনতা বাড়াতে এবার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে ভিডিও বার্তা প্রকাশ করলেন। করোনা মোকাবেলায় বিভিন্ন পরামর্শের মাধ্যমে জনগণকে সচেতন করতে চেষ্টা করে সৌরভ বলেন, ‘করোনা মোকাবেলায় ঘরে থাকুন, একতা তৈরি করুন। মনে রাখবেন, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাই আমাদের একতা। করোনা মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্য তৈরি করতে হবে।’

করোনা মোকাবেলায় ভারতীয় হর্তাকর্তাদের অবদান স্মরণ করিয়ে দিয়ে সৌরভ বলেন, ‘এখন ভারতসহ পুরো পৃথিবীতে টালমাটাল অবস্থা বিরাজ করছে। বেসামাল পরিস্থিতি সামাল দিতে আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, ডাক্তাররা আমাদের প্রাণ বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন, আইনশৃঙ্খলা বাহিনীরাও অবদান রাখছে বেশ। সুতরাং, আমাদের উচিত তাদের পরামর্শ মেনে চলে বাড়িতে অবস্থান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা।’

উল্লেখ্য, করোনা মোকাবেলায় ৫০ লক্ষ রুপি মূল্যের চাল বিতরণ করেন বিসিসিআই সভাপতি সৌরভ।

(ঢাকাটাইমস/০৪ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :