গরিবদের চাল, ডাল ও আলু দিচ্ছেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১২:৪৫

মহামারি করোনাভাইরাসের কারণে সব দেশেই চলছে লকডাউন। এর ফলে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাজের অভাবে পেট চালাতে হিমশিম খেতে হচ্ছে।

এমন অবস্থায় সরকার নানামূখী সাহায্যের উদোগ গ্রহণ করেছে। অনেক সংগঠন ও এগিয়ে এসেছে। ব্যক্তি পর্যায়েও চলছে সাহায্য সহযোগিতা। পিছিয়ে নেই বিনোদন জগতের মানুষেরাও।

এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্ত।

কলকাতার দুটি স্বেচ্ছেসেবী সংস্থা কলকাতা এনডোভার সোসাইটি এবং আইএইচএ ফাউন্ডেশনের মাধ্যমে লেক গার্ডেন ও টালিগঞ্জ এলাকার দরিদ্র মানুষের হাতে চাল, ডাল, আলুর মতো প্রয়োজনীয় দ্রব্য দিচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্ত।

প্রত্যেক সপ্তাহে ২০০ জন মানুষকে এভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন ঋতুপর্ণা সেন গুপ্ত।

এছাড়াও সিএমও পিএম ফান্ড মিলেয়ে ১ লক্ষ, ৫০ হাজার টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

পাশাপাশি, টলিগঞ্জের টেকনিশিয়ানসস হবিভিন্ন দৈনিক রোজগার করা কলাকুশলীদের জন্য ইতিমধ্যেই ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন ঋতুপর্ণা। পরবর্তীকালেও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ঢাকাটাইমস/৪এপ্রিল/এসকেএস/এজেড

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :